দয়া করে ভিডিওটা দেখে কেউ কাঁদবেন না ! একেই বলে মা নিজের জীবন গেলেও বুকে আগলে রেখেছেন সন্তানকে

দয়া করে ভিডিওটা দেখে কেউ কাঁদবেন না_ একেই বলে মা নিজের জীবন গেলেও বুকে আগলে রেখেছেন সন্তানকে-

মা তো মাই আর তা প্রমন করে দেখালেন এ মা। যার কাছে তার নিজের জীবনের চেয়ে সন্তানের বেঁচে থাকাটাই বেশি গুরুত্বপূর্ণ। সন্তানকে রক্ষায় নিজের জীবনটাকেই উৎসর্গ করলেন। বুকে আগলে রেখে সন্তানকে বাঁচিয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি। উখিয়ায় বাঁশ বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে দুর্ঘটনায় নিহত হন রোজিনা আক্তার (২৬)। রোহিঙ্গা শিবিরে ‘মুক্তি’ নামের একটি এনজিওতে কর্মরত ছিলেন তিনি। রোজিনা মারা গেলেও বুকে আগলে রেখে সম্পূর্ণ অক্ষত রেখেছেন তার শিশুকন্যা মিথিলাকে (৩)। বিন্দু পরিমাণ আঁচড়ও লাগতে দেননি।


ঘটনাটি হৃদয় ছুঁয়ে গেছে প্রত্যক্ষদর্শীদের। প্রত্যক্ষদর্শী শফিক আজাদ এ প্রতিবেদকের কাছে বর্ণনা করছিলেন মর্মস্পর্শী সেই ঘটনাটি। আজাদ বলেন, ‘দুর্ঘটনার শিকার লোকগুলোকে উদ্ধারের শুরুতেই এক রোহিঙ্গা নারী ও তার সন্তানকে মৃত অবস্থায় পাওয়া যায়। এরপর উদ্ধার করা হয় রোজিনার লাশ। ওই সময় তার বুকে আগলে রাখা অবস্থায় একটি শিশুর দেখা মেলে। সবাই ধারণা করছিল, ওই শিশুটিও বোধহয় মারা গেছে। কিন্তু মায়ের বুক থেকে বের করে দেখা যায়, ওই শিশুটি সম্পূর্ণ অক্ষত। আর তা দেখে সবাই হতবাক হয়ে যাই।


Comments